ঢাকা মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মিরপুর উপজেলা বিএনপিকে শক্তশালী, সন্ত্রাস মুক্ত, মডেল মিরপুর উপজেলা গড়তে রহমত আলী রব্বানের বিকল্প নেই ছাত্রদল নেতা সাব্বির
কুষ্টিয়া মিরপুর উপজেলা বিএনপিকে শক্তশালী, সন্ত্রাস মুক্ত, মডেল মিরপুর উপজেলা গড়তে মিরপুর উপজেলার জনপ্রিয় নেতা, মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ রহমত আলী রব্বানের বিকল্প নেই। এমনটা মন্তব্য করেছেন মিরপুর উপজেলার ছাত্র দলের যুগ্ম আহবায়ক ছাত্রদল নেতা সাব্বির, তিনি বলেন রহমত আলী রব্বান একজন মিরপুর উপজেলা বিএনপির জন্য নিবেদিত প্রাণ,তার নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে।
মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সাব্বির বলেন, মিরপুর উপজেলা বিএনপির সব চেয়ে জনপ্রিয় নেতা রহমত আলী রব্বান ১৭ বছর ধরে ফ্যাসিষ্ট আওমীলীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, বহুবার কারাবরন করেন এবং নির্যাতন ভোগ করেন তিনি, যে সময় বিএনপির নাম নিতে মানুষ ভয় পেতো, তখন আমাদের নেতা প্রতিটি বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলেন, কাউকে ছেড়ে যায়নি তিনি, শতাধিক মামলা মাথায় নিয়ে তিনি মিরপুর উপজেলা বিএনপিকে তিলে তিলে গড়ে তুলেছেন। তার ত্যাগের বিনিময়ে মিরপুরে উপজেলা বিএনপির কোন নেতার নাম আসলে সবার আগে রহমত আলী রব্বানের নাম আসে। তাই আমি মনে করি, মিরপুর উপজেলা বিএনপির মাটি ও মানুষের সাথে মিশে থাকা এই নেতা মানুসের কল্যানে কাজ করতে করতে জনপ্রিয় হয়ে উঠেছেন তৃণমূল পর্যায়ে।
ছাত্রদল নেতা সাব্বির আরো বলেন,
মিরপুর উপজেলা বিএনপির,এবং জন সাধারনের নিকট মাটি ও মানুষের নেতা রহমত আলী রব্বান, মিরপুর উপজেলার মাটি ও মানুষের এক মাত্র ঠিকানা। তাই আদর্শ মডেল মিরপুর উপজেলা গড়তে এবং বিএনপি দলকে সুসংগঠিত করতে রহমত আলী রব্বানের বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :