কুষ্টিয়া মিরপুর ছাতিয়ান ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর ভেড়ামারা দাঁড়িপাল্লার কান্ডারী আব্দুল গফুর, বিশেষ অতিথি জোমারত আলী,সভাপতিত্ব করেন ছাতিয়ান ইউনিয়ন জামায়েত আমির আব্দুল ওহাব, পরিচালনা করেন ছাতিয়ান ইউনিয়ন জামায়েত ইসলাম সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের সকল পর্যায়ের নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ।
মিরপুর -ভেড়ামারার বাংলাদেশ জামায়েত ইসলাম মনোনীত আব্দুল গফুর সাহেবের দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচারণায় বিপুল পরিমাণ মোটরসাইকেল নিয়ে শোডাউন কার্যক্রম শুরু হয়ধলসা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পয়ারি,শুরসুরি, আটিগ্রাম, আজুতলা,আটিগ্রাম হাজি মোড়,হসপিটাল মোড়,ছাতিয়ান বাজার,কালিতলা,দুর্গাপুর, ভারল,পোড়াদহ চকপাড়া গোবিন্দপুর কালিনাথপুর, গোলাবাড়ি বাজার, নফরকান্দি, সোন্দাহ গঙ্গা তলা, বেশিনগর রামনগর হয়ে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়।
