প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার–প্রচারণা জোরদার হতে শুরু করেছে।

 

কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার–প্রচারণা জোরদার হতে শুরু করেছে।


মনোনয়ন ঘোষণার পর থেকেই তৃণমূল পর্যায়ে নেতা–কর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতারা সমন্বিতভাবে প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন।

এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানে পোস্টার, লিফলেট বিতরণ এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে প্রার্থীর অবস্থান তুলে ধরা হচ্ছে। প্রচারণার শুরুতেই স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং আগ্রহে এলাকায় নির্বাচনী পরিবেশ আরও তৎপর হয়ে উঠেছে।

নেতা–কর্মীরা জানান, শান্তিপূর্ণভাবে ন্যায়সঙ্গত ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই তৃণমূলের প্রত্যাশা। এদিকে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষ থেকেও নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে আসনটিতে সাধারণ ভোটারদের মাঝেও আলোচনা-আগ্রহ বেড়ে গেছে, যা আগামী দিনের প্রতিদ্বন্দ্বিতাকে আরও সরব করে তুলেছে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন