প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস জগতি রেললাইন নিজ বাসা থেকে বদো ৭০ বছর হারিয়ে গেছে।

কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস জগতি রেললাইন নিজ বাসা থেকে বদো ৭০ বছর হারিয়ে গেছে।

৫ নভেম্বর ২০২৫ বুধবার আনুমানিক সকাল ১১টা হয়তে তার বাসা থেকে নিখোজ হয়ছে।

তার পরনে ছিলো কমলা কালারে শার্ট এবং লুঙ্গি পড়া।

যদি কোনো সহৃদয় ব্যাক্তি বাচ্চাটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৩০৬৭৫০৭৬৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

( পোস্ট টি শেয়ার করে খুঁজে পেতে সহযোগিতা করবেন )

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন