কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আসামীসহ ০.০০০৫ কেজি ভারতীয় হোরেইন, ৪ পিস ইয়াবা এবং মালিকবিহীন অবস্থায় ৪৭০১ পিস ইয়াবা, ৫৬ বোতল ভারতীয় মদ এবং ২৭০০ পিস চকলেট বাজি আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।*
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কুষ্টিয়া জেলাধীন নিমতলা নওদাপাড়া হাইওয়ে রোড মিরপুর, কুষ্টিয়া দিয়ে বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় গত ০৩ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় জেসিও-১০৮৮৪ নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলাধীন নিমতলা নওদাপাড়া হাইওয়ে রোড মিরপুর, কুষ্টিয়া, আর বি অনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৪৭০১ পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। *যার আনুমানিক সিজার মূল্য ১৪,১০,৩০০/- (চৌদ্দ লক্ষ দশ হাজার তিনশত) টাকা।*
গত ০৪ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০১১০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপুর মন্ডলপাড়া নামক স্থানে হতে জেসিও-৯৪৩৫ সুবেদার মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৬ বোতল মদ ও চকলেট বাজি ২৭০০ পিচ আটক করতে সক্ষম হয়। *যার আনুমানিক সিজার মুল্য ১,৫১,৫০০/- (এক লক্ষ একান্ন হাজার পাঁচশত) টাকা।*
গত ০৪ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় চল্লিশপাড়া বিওপির সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চরপাড়া বাজার নামক স্থান হতে নায়েক জীবন কুমার এর নেতৃত্বে চল্লিশপাড়া বিওপির টহল দল কৃর্তৃক অভিযান পরিচালনা করে মো: মেহেদী হালসানা, পিতা : মৃত ইব্রাহিম হালসানা, গ্রাম : চরপাড়া, পোস্ট:ইনসাপ নগর, থানা : দৌলতপুর এবং জেলা : কুস্টিয়া’কে ০৪ পিস ইয়াবা এবং ০.০০০৫ কেজি হেরোইনসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-২২০০/- (দুই হাজার দুইশত) টাকা।
আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য- ১৫,৬৪,০০০/- (পনের লক্ষ চৌষট্টি হাজার ) টাকা।*
গৃহীত কার্যক্রম।* আসামীকে মাদকদ্রব্যসহ দৌলতপুর থানায় বিধি মোতাবেক মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ও চকলেট বাজি ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা কারার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদক ও চোরাচালানী মালামালসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
