প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধির নির্বাচনী ভোট শেষে ফলাফল প্রকাশ।

আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধির নির্বাচনী ভোট শেষে ফলাফল প্রকাশ।

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম

কুষ্টিয়া সদর উপজেলার পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড অন্তর্গত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধির নির্বাচনী ভোট গগনার শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। ৩ টি প্যানেল থেকে মোট১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ ২৮/১০/২৫ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৪ টা পর্যন্ত সুষ্ঠু মনোরম পরিবেশে ভোটারদের নিজের ভোট দিয়েছে ভোটাররা।

আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করেছেন জিয়া ও মামুন মনোনীত প্যানেল থেকে ভোট পেয়েছেন ( ১ম) মো আফজাল হোসেন ২৮৮। (২য়) জিয়াউর রহমান ২৩৬। (৩য়) মো ইকরামুল হাসান ২৩১।(৪র্থ) মো মামুনুর রশিদ মামুন ২০৯। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য থেকে জয়লাভ করেছেন মোছা নার্গিস আক্তার ২৭২ ভোটে ( ১ম) হয়েছেন।

অপরদিকে অপু ও ছানোয়ার প্যানেল থেকে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন কামরুজ্জামান অপু ১৭৭ , ছানোয়ার আলী ১৭১,সিপুল আলী ১৬০, নারী সদস্য রিতা পারভীন ১৭৮ ( ২য়) হয়েছেন।

সচেতন অভিভাবক জোটে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোট পেয়েছেন , আরিফুল ইসলাম ২০৫, আশরাফুল ইসলাম ১৬৮, বিপ্লব হোসেন ১৯১, শাহাবুল ইসলাম ১৩১ নারী সদস্য শারমিন খাতুন ভোট পেয়েছেন ১২৫ ( ৩য়) হয়েছেন

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন