আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধির নির্বাচনী ভোট শেষে ফলাফল প্রকাশ।
কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড অন্তর্গত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধির নির্বাচনী ভোট গগনার শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। ৩ টি প্যানেল থেকে মোট১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ ২৮/১০/২৫ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৪ টা পর্যন্ত সুষ্ঠু মনোরম পরিবেশে ভোটারদের নিজের ভোট দিয়েছে ভোটাররা।
আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করেছেন জিয়া ও মামুন মনোনীত প্যানেল থেকে ভোট পেয়েছেন ( ১ম) মো আফজাল হোসেন ২৮৮। (২য়) জিয়াউর রহমান ২৩৬। (৩য়) মো ইকরামুল হাসান ২৩১।(৪র্থ) মো মামুনুর রশিদ মামুন ২০৯। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য থেকে জয়লাভ করেছেন মোছা নার্গিস আক্তার ২৭২ ভোটে ( ১ম) হয়েছেন।
অপরদিকে অপু ও ছানোয়ার প্যানেল থেকে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন কামরুজ্জামান অপু ১৭৭ , ছানোয়ার আলী ১৭১,সিপুল আলী ১৬০, নারী সদস্য রিতা পারভীন ১৭৮ ( ২য়) হয়েছেন।
সচেতন অভিভাবক জোটে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোট পেয়েছেন , আরিফুল ইসলাম ২০৫, আশরাফুল ইসলাম ১৬৮, বিপ্লব হোসেন ১৯১, শাহাবুল ইসলাম ১৩১ নারী সদস্য শারমিন খাতুন ভোট পেয়েছেন ১২৫ ( ৩য়) হয়েছেন
