প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিথ্যা অপবাদ ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার স্থানীয় প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্স প্রোপ্রাইটর মো: খন্দকার সোহেল রবিবার (৭ অক্টোবর ২০২৫) রাত ৮:০০টায় তাঁর অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মহল জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী মিথ্যা অপবাদ, কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,

> “আমার ও আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে যে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও দায়িত্বজ্ঞানহীন। আমরা সত্য উদঘাটনের মাধ্যমে আইনি প্রতিকার কামনা করছি।”

নৌ পথে নৌকার মাঝিদের মারধর এবং বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে আমার চ্যানেলে যারা টাকা আদায় করতে যায় তাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে ।

তিনি আরও বলেন, খন্দকার ট্রেডার্স সবসময় আইনানুগ ও নৈতিক ব্যবসা পরিচালনা করে আসছে এবং জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ইচ্ছাকৃতভাবে তার প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন মাধ্যমের সাংবাদিকবৃন্দ।
শেষে খন্দকার সোহেল রানা গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, “সত্যকে তুলে ধরুন, গুজব নয়। আমরা আইন ও ন্যায়বিচারে আস্থা রাখি।”
স্থান: খন্দকার ট্রেডার্স অফিস, কুষ্টিয়া
তারিখ: ০৭ অক্টোবর ২০২৫
আয়োজক: খন্দকার ট্রেডার্স প্রোপ্রাইটর খন্দকার সোহেল

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন