প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয়বাদী দল বিএনপি’র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মো বকুল হোসেন।

 

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম

জাতীয়বাদী দল বিএনপি’র তৃণমূল পর্যায়ের সংগ্রামী রাজনীতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে উঠে এসেছেন। কুষ্টিয়া মিরপুর উপজেলা ৩নং তালবাড়িয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মো বকুল হোসেন । দলে দুঃসময়ের সাহসী নেতৃত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে। তালবাড়িয়া ইউনিয়ন শাখা বিএনপি (সদস্য) হিসাবে দীর্ঘদিন দায়িত্বশীলভাবে তৃনমুল নেতাকর্মীদের কাছে আস্থা ও গ্রহনযোগ্যতা নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠীত হয়েছেন। তিনি একজন সুশিক্ষিত ও পরিক্ষীত একজন জননেতা হিসাবে তৃনমুল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত পরিচিত মুখ। একজন সুশিক্ষিত ত্যাগী এবং সময়ের পরিক্ষায় মাঠে, ঘাটে উত্তীর্ণ তরুন নেতৃত্ব হিসাবে সর্বমহলে সম্মানিত ও অবিচল গ্রহনযোগ্য এর নাম।

এছারা ও ৩ নং তালবাড়িয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড তৃনমুল নেতাকর্মীরা মনে করেন বর্তমান রাজনৈতিক সংকট বর্তমান রাজনৈতিক সংকটে দলকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলনে নেতৃত্ব দিতে হলে সুশিক্ষিত ত্যাগী জনসংম্পক্ত পরীক্ষিত নেতারই প্রয়োজন। এবং তারা বলেন আমরা দেখেছি মো বকুল হোসেন কখনো পিছনে দাড়ায়নি।তিনি দলীয় সংকটে সব সময় পাশে থেকেছেন। স্বৈরাচারী সরকারের শাসন আমলে বিভিন্ন মামলা মোকাদ্দাম ও আইনি বিষয় ও আর্থিক সহযোগিতা করেছেন তিনি নেতা বলতে আমরা তাকেই বুঝি।

তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তির নন তিনি একজন সংগঠক। তার আর্দশীক রাজনৈতিক, মানবিক চেতনা রাজনীতি শক্তিশালী সংগঠনিক দক্ষতাই দলকে এনে দিতে পারে নতুন গতি ও শক্তি।

জানতে চাইলে মো বকুল হোসেন বলেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং এটি একটি গণত্রান্তিক দল। রাজনৈতিক মানে মানুষের সেবা, নেতৃত্ব মানে দায়িত্ব ও ত্যাগ। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যেভাবে দেশ ও জনগনের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখেছেন। আমি সেই আদর্শকে বিশ্বাস করি।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন