প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ার ভেড়ামারায় মহিলা অধিদপ্তরে টানা ৫ দিন উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়ার ভেড়ামারায় মহিলা বিষয়ক অধিদপ্তরে টানা পাঁচদিন ধরে উড়ছে জাতীয় পতাকা। এই সময়ে বন্ধ করা হয়নি দপ্তরটির বৈদ্যুতিক বাতিও। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দপ্তরটিতে গত ৩০ সেপ্টেম্বর শেষবারের মত পতাকা উত্তোলন করা হয়। আজ শনিবারও (৪ অক্টোবর) পতাকা উড়তে দেখা গেছে।

আজ দুপুরের দিকে ভেড়ামারার কাচারিপাড়ায় অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে দেখা যায়, বেলা তিনটা পর্যন্ত অফিসটিতে উড়ছে জাতীয় পতাকা। দিনের বেলায়ও অফিসের সামনে জ্বালানো রয়েছে কয়েকটি বৈদ্যুতিক বাতি।

এলাকাবাসী জানান, ছুটির দিনগুলোতেও দপ্তরটিতে জাতীয় পতাকা উত্তোলিত থাকে অধিকাংশ সময়। মাঝেমাঝে সাধারণ কর্মদিবসেও পতাকা নামানো হয় না। নেভানো হয় না বৈদ্যুতিক বাতি। পতাকাটিও জীর্ণশীর্ণ হয়ে গেছে। রঙ ও মাপও ঠিক নেই।

এসব বিষয় জানিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অফিস কর্তৃপক্ষ জনবল সংকটের বিষয়টি সামনে আনে। একইসঙ্গে গত চারদিন দুর্গাপূজার ছুটি ছিল বলে জানান দপ্তরটির প্রধান কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

দপ্তরটির সামনে কর্মরত যুবক খাইরুল হক। তিনি বলেন, বিগত পাঁচদিন ধরে দেখছি জাতীয় পতাকা উড়ছে। পূজার ছুটিতেও নামানো হয়নি। পতাকা আমাদের সম্মানের বিষয়, এটা নিয়ে সরকারি নির্দেশনা মানা উচিত।

স্থানীয় বাসিন্দা আকলিমা খাতুন বলেন, এই অফিসের সামনে সবসময় জঙ্গল থাকে। পরিষ্কার করা হয় না। এছাড়া পতাকাও ঠিকমতো নামানো-উঠানো হয় না। বিদ্যুতের বাতিও বন্ধ করা হয় না।

বাংলাদেশের জাতীয় পতাকাবিধি অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কার্যদিবস ও জাতীয় সরকারি দিবসসমূহে জাতীয় পতাকা উত্তোলিত থাকার কথা। এছাড়া সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কার্যদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। বিভিন্ন জাতীয় দিবসে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এছাড়াও সরকার ঘোষিত বিশেষ দিনেও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, বিগত চার দিন পূজার ছুটি ছিল। অফিসের পতাকা নামানোর বিষয়টি আমি এখনই দেখছি। এই অফিসে গত দুই বছর ধরে পিয়ন নেই, এছাড়াও স্টাফ মাত্র দু’জন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন