ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে পৌর সভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ

কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে পৌর সভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী।

 

সমাবেশে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।সার্বিক সঞ্চালনা করেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যরিষ্টার রাগীব রউফ চৌধুরী। সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ। এতে উপস্থাপনা করেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা যুবদলের সদস্য শহিদুজ্জামান খোকন, আবু তালেব ও আব্দুল মঈদ বাবুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক শওকত হাসান বুলবুল ও সাবেক যুগ্ম আহবায়ক মিলন কমিশনার, জেলা মহিলা দলের নেত্রী কুমকুম, নিলুফা আক্তার টুকটুকি, সদর উপজেলা মহিলা দলের নেত্রী রেখা খাতুন, রোকসানা পারভীন। সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মাহবুব আলম বিশু, বর্তমান সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা ও আশরাফুল আলম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও বর্তমান আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহাগ ও সদস্য সচিব আল শাহরিয়ার মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন প্রমূখ।মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পৌর যুবদল এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী, পালপাড়া নতুন বাজার কমিটি’র সাবেক সভাপতি রবিন আহম্মেদ রকি ।

এছাড়া সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর সভার ২১টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

⇒ সর্বশেষ সব খবর