ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমারখালি-খোকসা-৪ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মনোনয়ন জমা দিলেন যুবনেতা শাকিল আহমেদ তিয়াস

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ণ

কুমারখালি-খোকসা-৪ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মনোনয়ন জমা দিলেন যুবনেতা শাকিল আহমেদ তিয়াস

কুমারখালী প্রতিনিধি সাব্বির আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস।

বুধবার (২৯ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিল আহমেদ তিয়াস বলেন, “গণঅধিকার পরিষদ দেশের তরুণদের স্বপ্ন, পরিবর্তনের রাজনীতি করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। কুমারখালি-খোকসা-৪ আসনের জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে বেছে নেয়, আমি উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করব।”

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য, কিছু গোষ্ঠীর স্বার্থে নয়। তাই ট্রাক প্রতীকের জয়ে তরুণ সমাজের জয় হবে। গণঅধিকার পরিষদ পরিবর্তনের রাজনীতি করে। কুমারখালি-খোকসা আসনের মানুষের অধিকার ও উন্নয়নের জন্যই আমি প্রার্থী হয়েছি।

তরুণ এই রাজনীতিক আরও জানান, “ট্রাক প্রতীক মানে জনগণের শক্তি, পরিশ্রম আর অগ্রযাত্রা—এই প্রতীকেই আমরা ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করব।”

মনোনয়নপত্র জমা দেয়ায় কুষ্টিয়া জেলা শাখার গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেন নতুন ধারার রাজনীতিতে দেশ গড়ার অঙ্গীকারে সর্বদা তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, শাকিল আহমেদ তিয়াস দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মাঠ পর্যায়ে তরুণদের নিয়ে নানা সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

⇒ সর্বশেষ সব খবর