ঢাকা মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ার ছেলে অভির ওয়ান মিলিয়ন উপলক্ষে বিশাল ফেসবুক ও টিকটক কন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল মামুন প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

কুষ্টিয়ার ছেলে অভির ওয়ান মিলিয়ন উপলক্ষে বিশাল ফেসবুক ও টিকটক কন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত।

পোড়াদহ ময়নাগাড়ি রেলগেটে রোজ শুক্রবার ২৩ শে অক্টোবর বিকেলে কন্টেন ক্রিয়েটর অভির নেতৃত্বে বিশাল জাঁকজমকপূর্ণ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়ার ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর মামুন রিমা,ওয়াসিম,মামুন,নাসির-লাখি জুটি,মনিরুল,শাকিল,খোকন,নয়ন,শামীম এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটর গন।

কনটেন্ট থিয়েটার অভি তার বক্তব্যে বলেন আজকের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে সবার ভালোবাসায় আমি বিমোহিত আমি সার্থক আমার আয়োজন সার্থক।

মিলন মেলায় সকল কন্টেন্ট ক্রিয়েটর একে অপরের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং সবাই সবাইকে সাপোর্ট করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কুষ্টিয়া জেলার কনটেন্ট ক্রিয়েটর অন্যান্য জেলার চাইতে এগিয়ে থাকতে এই ধরনের মিলন মেলা প্রয়োজন এমনটি জানান।

পরিশেষে ওয়ান মিলিয়ন উপলক্ষে কেক কেটে ফটো শেসন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

স্থান: ময়নাগাড়ী রেল গেট, পোড়াদহ, মিরপুর, কুষ্টিয়া।

⇒ সর্বশেষ সব খবর