ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জনসভায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের অশালীন সম্মোধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ণ

জনসভায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের অশালীন সম্মোধন

জনসভায় বিএনপির নির্বাহী কমিটির এক নেত্রীকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন। তার ওই বক্তব্য নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক মহলে বইছে নানামুখী আলোচনা-সমালোচনার ঝড়। এছাড়াও ওই বক্তব্যকে অসৌজন্যমূলক ও শিষ্টাচার বর্হিভূত বলে মন্তব্য করেন সাধারণ জনগণ।

মঙ্গলবার( ২১ অক্টোবর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায় এক জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে তিনি এ বক্তব্য দেন তিনি।

ওই বক্তব্যে আহসান হাবিব লিংকন বলেন,”সেলিমা রহমানের মাধ্যমে (ফরিদা ইয়াসমিন) আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমি না-কি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি। কত বড় সাহস? আরে (প্রকাশ অযোগ্য শব্দ) , আমি ভোট বিক্রি করলে সর্বোচ্চ ভোট পেলাম কিভাবে?”

এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন,” আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানাচ্ছি। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। অথচ ধানের শীষের যারা নীতিনির্ধারক (সেলিমা রহমান) তাদের নিয়ে কটুক্তি করে। আমি এই কটুক্তিকে ধিক্কার জানাই। এটা রাজনীতির ভাষা হতে পারে না। এটা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারে। কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি। আমি জেলা বিএনপির কাছে বক্তব্যের ভিডিওটি পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।” এএছাড়াও মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এবিষয়ে অভিযুক্ত জাতীয় পার্টি’র (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

⇒ সর্বশেষ সব খবর