ঢাকা মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সঠিক সময় নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে: আহসান হাবীব লিংকন
আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি (কাজী জাফর)’র মহাসচিব ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন।
মঙ্গলবার বিকেলে উপজেলার আমলা বাজারে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে হলে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়ার আহ্বানে আমরা জোটে যোগ দিয়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের বলেছিলেন—চরম দুর্দিনে আপনারা পাশে ছিলেন। আমাদের দলের বহু নেতা এমপি-মন্ত্রী হয়েছেন, কিন্তু দলের সংকটে অনেকেই ছিলেন না। আমরা সেই কঠিন সময়ে পাশে থেকেছি।”
আহসান হাবীব লিংকন বলেন, “সরকারি দলের সুযোগ-সুবিধা ত্যাগ করে দেশমাতা খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আহ্বানে আমরা বারবার কারাবরণ করেছি। তবুও বিএনপির কাছে কোনো মনোনয়ন দাবি করিনি, কারণ বিএনপির ওপর আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আশা করি বিএনপি আমাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে।”
সভায় আমলা ইউনিয়ন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজমত আলী খান, জেলা ছাত্র সমাজের সভাপতি মাহফুজুর রহমান, মিরপুর উপজেলা সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক শাহাবুল জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুর রশিদ জুয়েল, ভেড়ামারা উপজেলা সভাপতি এম এ আলম, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান প্রমুখ।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :