ঢাকা মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনমজুরকে মোটরচালিত অটোভ্যান উপহার দিলেন জামায়াত নেতা মুফতি আমির হামজা।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

দিনমজুরকে মোটরচালিত অটোভ্যান উপহার দিলেন জামায়াত নেতা মুফতি আমির হামজা।

কুষ্টিয়ায় অসহায় এক দিনমজুরকে মোটরচালিত অটোভ্যান উপহার দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় দিনমজুর তোফাজ্জল হোসেনের হাতে অটোভ্যানটি তুলে দেন তিনি।

এ সময় কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী পেয়ে তোফাজ্জল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নিজস্ব যানবাহন পেয়ে এখন থেকে নিজের শ্রমে পরিবারের অভাব কিছুটা হলেও ঘোচাতে পারব।

মুফতি আমির হামজা বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের শিক্ষা। সমাজের অসহায়দের পাশে থেকে সেবা করাই আমাদের দায়িত্ব।”

এসময় মুফতি আমির হামজা সমাজে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

⇒ সর্বশেষ সব খবর