ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ার মিরপুরে ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ উপভোগ করলেন হাজারো দর্শক
এসএম জামাল, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘লাঠি খেলা’।
দুদকের প্রধান আইনজীবী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ‘ছত্রগাছা স্পোর্টিং ক্লাব’র এ লাঠিখেলার আয়োজন করে।
দুপুরে এ খেলার উদ্বোধন করেন এটর্নী জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
এসময় তিনি বলেন, আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিকে ঘিরে এমন প্রাণবন্ত আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চায় যেমন ভূমিকা রাখে, তেমনি নতুন প্রজন্মের মাঝেও দেশীয় ঐতিহ্যের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। এ ধারা অব্যহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
দুদকের প্রধান আইনজীবী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বাংলাদেশে ইতিহাস-সংস্কৃতির অংশ হিসেবে বাঙালির রক্তে মিশে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা কালের বিবর্তনে এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা আমাদের উদ্যোগে প্রতিবছর লাঠিখেলার আয়োজন করে থাকি। এই খেলা টিকিয়ে রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি।
লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ এ লাঠিখেলা উপভোগ করেন।
আপনার মতামত লিখুন :