ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক দৌলতপুর উপজেলায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষদের জন্য এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত।
আপনাদের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ২৩০ বছরের গৌরবময় ঐতিহ্যের ধারক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছে। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ।
সেই ধারাবাহিকতায় আজ ১৫ নভেম্বর ২০২৫ তারিখে দৌলতপুর উপজেলার দুর্গম উদয়নগর চর এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষদের জন্য এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। সীমান্তবর্তী এই এলাকার ভৌগোলিক বিচ্ছিন্নতা ও চিকিৎসা সুবিধার স্বল্পতার কারণে সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ১৩৫ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন প্রকার ঔষধ প্রদান করা হয়। বয়স্ক রোগী, শিশু ও নারীদের স্বাস্থ্য জটিলতাকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন—
“বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও বিজিবি ইতিবাচক ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি আমরা চাই প্রান্তিক জনগোষ্ঠী যেন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে স্থানীয় জনগণ বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত ১০–১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উদয়নগর বিওপির এলাকায় আকস্মিক পদ্মা নদী ভাঙন শুরু হলে স্থানীয় জনসাধারণ বিজিবি’র সরকারি মালামাল দ্রুত সরিয়ে নিতে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। তাদের এই আন্তরিকতার জন্য কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় জনগণকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :