ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) বিজিবির ধারাবাহিক মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৮ লক্ষ ৭৫ হাজার ৬০০ টাকার নকল বিড়ি উদ্ধার।
দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলাধীন বাইপাশ লালন চত্বর এলাকায় জেসিও-১০৮৮৪ নায়েব সুবেদার নজরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১৫৯২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-৮,৭৫,৬০০/- (আট লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :