ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হঠাৎ ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা ঘটনা কী?

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক অভিনব প্রবণতা— ‘হ্যাঁ’ না ‘না’ পোস্টের প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকেই নিউজফিডজুড়ে ভেসে বেড়াচ্ছে এমন অজস্র পোস্ট। বেশির ভাগ পোস্টেই স্পষ্ট কোনো ব্যাখ্যা বা কারণ উল্লেখ করা হয়নি, যা অনেককেই ভাবিয়ে তুলেছে—এর পেছনে আসল ঘটনা কী?

তবে বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই অনলাইন ট্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আসন্ন গণভোট ইস্যুর। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে, তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

বিএনপি জানিয়েছে, তারা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে অনড়। অন্যদিকে জামায়াতে ইসলামী চায় নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হোক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্দিষ্ট তারিখ না জানালেও সংসদ নির্বাচনের আগেই ভোট আয়োজনের দাবি তুলেছে।

রাজনৈতিক অবস্থানের এই বিভাজনই যেন সোশ্যাল মিডিয়ায় প্রতিফলিত হচ্ছে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের মাধ্যমে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ লিখে পোস্ট দিয়েছেন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ পোস্ট করেছে।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ইতোমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশপত্র হস্তান্তর করা হয়েছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদও জানানো হয়েছে। সব মিলিয়ে, ফেসবুকের হ্যাঁ-না পোস্ট যেন রাজনীতির মাঠে গরম হয়ে ওঠা গণভোট বিতর্কেরই ডিজিটাল প্রতিধ্বনি।

⇒ সর্বশেষ সব খবর