ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পোড়াদহ আল আরাফাহ ইসলামিক স্কুল এর অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠান ,

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ

পোড়াদহ আল আরাফাহ ইসলামিক স্কুল এর অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠান
,
১৮ অক্টোবর ২০২৫।। আল আরাফাহ ইসলামিক স্কুল এর উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) সকালে কুষ্টিয়ার পোড়াদহ হাই স্কুল অডিটিয়ামে এক অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া কমল এর সভাপতিত্বে ও স্কুলের অধ্যক্ষহাফেজ মাওলানা মোহাম্মদ ফয়সাল রানা এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর সেক্রেটারি ও কুষ্টিয়া জিকে হাই স্কুলের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ সিরাজুল হক।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া কিয়াম ছিরাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট এর সুপার ডক্টর মাওলানা মিজানুর রহমান খান।

আলোচনায় অংশ নেন ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল ও সানিউল হক।এছাড়া শিক্ষক মোহাম্মদ আহাদ আলী ও পাপিয়া খাতুন বক্তব্য রাখেন । মোট ১৭জন ছাত্র-ছাত্রী পবিত্র কোরআন শরীফ সবক গ্রহন করেন। স্কুলে বর্তমান ১০০ জন ছাত্র ছাত্রী রয়েছে । পে্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চালু আছে। আগামী বছর থেকে পঞ্চম শ্রেণি খোলা হবে। এছাড়া হেফজ বিভাগে ভর্তির সুযোগ আছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, ছোটবেলা থেকে আমাদের ছেলেমেয়েদেরকে ইসলামের শিক্ষায় দিনের শিক্ষা দান করতে হবে। সততা, যোগ্যতা ও দক্ষতা শিক্ষা দিতে হবে। আমি এই স্কুলের সফলতা কামনা করছি।

⇒ সর্বশেষ সব খবর