ঢাকা মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী দিকনির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ছাতিয়ান ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত।
মিরপুর প্রতিনিধি :আসাদুল হক
মিরপুর উপজেলার ছাতিয়ান দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে ছাতিয়ান ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আছের আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন শেখ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: শাহীনুর ইসলাম শাহিন,পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ,,সিনিয়র যুগ্ন আহবায়ক,মিরপুর উপজেলা বিএনপিমো: শরিফুল ইসলাম, এবং যুগ্ন আহবায়ক মিরপুর উপজেলা বিএনপির মোস্তাফিজুর রহমান,টুটুল,। আরোও উপস্তিতি ছিলেন মিরপুর উপজেলা ও ছাতিয়ান ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের তৃণমুলের কর্মী ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো:রঞ্জু আলী ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আমাদের তারুণ্যের অহংকার,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং এর বার্তা আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে।
পোড়াদহ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক বলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এজেন্দা যেকোন মূল্যে বাস্তবায়ন করতে হবে।এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ,স্থানীয় নেতৃবৃন্দ।
সকলে জনগণের মতামতের প্রতি গুরুত্ব দিয়ে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। সবশেষ সভাপতির বক্তব্যে আসের আলী বলেন আমরা জিয়ার সৈনিক কোন রক্ত চক্ষুকে আমরা ভয় করিনা সকলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো এবং যেকোন মূল্যে জনগণের ম্যান্ডেড নিয়ে আমাদেরকে সংসদে যেতে হবে।
সকলকে সভা আয়োজনে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন মো:আছের আলী।
আপনার মতামত লিখুন :